100+ Birthday Wish In Bengali 2022 New Updated

ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ,প্রেমিক প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা



Happy Birthday Wish Bangla:

1)
শুভ রজনী শুভ দিন 
 সামনে আসছে তোমার জন্মদিন
জন্নমদিনে কি দেবো তোমাই ,
এক তঁরা গোলাপ ফুল 
আর এক বুক ভালবাসা ছারা র কিছু নেই । 

তোর জন্য ভালবাসা ,
লক্ষ তারা জুই , 
হাজার লোকের ভিরে আমার ,
 থাকবি হৃদয়ে তুই ।
***শুভ জন্মদিন***

Happy Birthday Wishes In Bengali:

2)
গ্রীষ্মের ফুলগুলি 
ভালোবাসার অঞ্জলি ।
শরৎ এর গীতালি 
হেমন্তের মিতালী ।

শিতের পিঠাপুলি 
বসন্তের ফুল-কলি 
এমন করে ভরে থাক
 তোমার জীবনের দিন গুলি 
Suvo Jonmodin

Unique Bangla Birthday Wish:
3) 
শুভ শুভ শুভ দিন আজ তোমার জন্মদিন ।
মুখে তোমার দীপ্ত হাঁসি ফুল ফুটুক রাসি রাসি ।
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাঁসে 
তেমন করে বন্ধু তোমার ,
জীবন যেন সুখের সাগরে ভাসে ।
Suvo Jonmodin

Birthday Wish For Best Friend Bangla:

4)

সবাইতো ফুলদিয়ে উইশ করে । 
আমি না হয় হৃদয় দিয়ে করবো ।
কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে ।
আমি না হয় এসএমএস দিয়ে বললাম ।
 শুভ জন্মদিন 

Happy Birthday Quotes In Bengali:

5) আজ তোমার জন্মদিন ,
জীবন হোক তোমার রঙ্গিন ।
সুখ যেনো না হয় বিলীন , 
দুঃখ যেনো না আসে কোন দিন। 
Happy Birthday

Birthday Wish For Husband Bangla:

6) আর একটা বছর এসে গেলো 
বেরে যাবে আর একটা মোমবাতি 
কাল ও ছিলাম আজ ও আছি । 
তোমার জন্মদিন আর সাথী । 
শুভ জন্মদিন…………

7)  
জন্মদিনের শুভেচ্ছা
প্রিতি আর ভালবাসা 
পৌছবে তোমার কাছে 
আমার এই আশা । 
এই কবিতা পরে তুমি হাসবে হয়তো , 
কে বা জানে উদ্দেশ্য সফল হবে ,
যদি এই এসএমএস একটা হাঁসি তোমার মুখে আনে ।
 শুভ জন্মদিন 

Best Friend Birthday Wishes In Bengali:

8) রাত যাই দিন আসে,
মাস যাই বছর আসে,
সবাই আশায় থাকে একটা সুদিনের ।
আর আমি আশায় থাকি তোমার জন্মদিনের

Happy Birthday Wishes For Friend In Bengali:

9)ই দিনটি আসে যেন বারবার বারবার ফিরে ।
যেন অনেক স্বপ্ন দেখতেপারি তোমার আমি ঘিরে ।
হ্যাপি বার্থডে  
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবনহোক তোমার 
পূরণ হোক প্রতিটি স্বপ্ন ,প্রতিটি আশা ,
 বেচে থাক হাজার বছর 
<< শুভ জন্মদিন >> 

Happy Birthday Wishes For Friend Bangla:
10) আজ বাতাসে সুভাসিত স্নিগ্ধতা 
পাখিরা সারি সারি গাইছে গান ,
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙ্গিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে ।
আজ আমার প্রিয়ার জন্মদিন
 *** শুভ জম্মদিন ****
Unique Bangla Birthday Wish For Best Friend:
11) মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ,
 স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাঁসে ,
পাখির গানে পরিবেশে মায়াবি এক ধয়া ।
পেয়েছে ওরা তোমার শুভ জন্মদিন এর ছোঁয়া
 । Happy Birthday ! 
12) দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন , , , 
কিন্তু তোমার কাথাই – 
আমি শুধু ভাবছি সারাদিন ! 
Jonmodiner shubhechcha 
13) আজকের এই রাত তোমার জন্য 
ডেকে আনুক সুখময় নতুন এক প্রভাত ,
আজকের এই দিন তোমার জন্য হোক কষ্টহীন ,
আজকের এই সময় – 
টা সুধু তোমার জন্য আর তো কারোর নয় ।।
জানাই শুভ জন্মদিন তোমার জন্য আজ পৃথিবী হয়ে যাক রঙিন 
14) নতুন সকাল ,
নতুন দিন নতুন করে শুরু ,
যা হয়না যেন শেষ ।
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
 পাঠালাম তোমাই এই এসএমএস ! 
 শুভ জন্মদিন
15) কোনো রাজার সিংহাসন থেকে নয় ,
নয় কোনো হিমালয়ের পাদদেশ থেকে
 ,৭ সমুদ্র ১৩ নদী ওপার থেকে নয় ,
আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই 
HAPPY BIRTHDAY TO U


বার্থডে উইশ ফর ফ্রেন্ড ইন বাংলা ফানি:

হ্যাপি বার্থডে উইশ:

Bangla Birthday Sms For Big Brother:

বেস্ট ফ্রেন্ড এর বার্থডে উইশ:

Birthday Wishes In Bangla Language:

Funny Birthday Wish For Best Friend In Bangla:

Funny Birthday Wishes:

ফানি বার্থডে বিশেষ ফর বেস্ট ফ্রেন্ড বাংলা:

 
See also  Happy Birthday Wishes In Bengali And English | Happy Birthday Bengali