Song – Amar Swapno Je
Artist : Kishore Kumar & Lata Mangeshkar
Lyricist : Gouri Prasanna Majumder
Composer : R. D. Burman
Amar Swapno Je Lyrics In Bengali:
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
আ হা, ও হো
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
কাছে এলো এতদিন দূরে ছিল যে
রঙে রঙে এ জীবন ভরে দিলো সে
আমার স্বপ্ন যে সত্যি হল আজ,
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ।
পাখি আর ভ্রমরের ভাষাতে,
ভরে গেছি শুধু আলো আশাতে
আজ মন জাগে যেন ভালোবাসাতে
পাখি আর ভ্রমরের ভাষাতে
ভরে গেছে শুধু আল আশাতে
কাছে ডাকো, কথা রাখো, নয় ভোলো লাজ
আমার স্বপ্ন যে সত্যি হল আজ,
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ।
আকাশের রঙ ঐ নীলাভো
এত খুশি কাকে আর বিলাবো ?
আজ তুমি আমি একই সুরে মিলাবো
আকাশের রঙ ঐ নীলাভো
এত খুশি কাকে আর বিলাবো
মন ভুলে, সুর দোলায়, তুমি দোলো আজ
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ,
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ।
স্বপ্নেরই মায়াজাল বুনে যে,
দিন ক্ষন গেছে কাল গুনে যে
আজ এলে তুমি এই ফাল্গুনে যে
ও.. স্বপ্নেরই মায়াজাল বুনে যে
দিন ক্ষন গেছে কাল গুনে যে
কাছে এসে, ভালবেসে, মুখ তোলো আজ
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
কাছে এলো এতদিন দূরে ছিল যে
রঙ্গে রঙ্গে এ-জীবন ভরে দিল সে
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ।
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ লিরিক্স:
Amar Swapno Je Sotti Holo Aaj
Amar Shopno Je Shotti Holo Aaj
Kachhe Elo Etodin Dure Chilo Je
Ronge Ronge E Jibon Bhore Dilo Se
Amar Shopno Je Shotti Holo Aaj
Pakhi Ar Bhromorer Bhashate
Bhore Gechhi Sudhu Alo Ashate
Aaj Mon Jaage Jeno valobashate
Kache Dako, Kotha Rakho Noy Bholo Laaj..
Akasher Rong Oi Nilavo
Eto Khushi Kake Ar Bilabo
Aaj Tumi Ami Eki Sure Milabo
Mon Bhole, Sur Dolay Tumi Dolo Aaj