Song: Amar Vaggo Boro
Cast: Bapparaz, Ferdous & Doly Johur
Singer: Andrew Kishore
Music: Alauddin Ali
Movie: Shontan Jokhon Sottru
Director: Nayok Raj Razzak
Production: Razlokkhi Productions
Label: Anupam
Amar Vaggo Boro Ajob Jadukor Bangla Lyrics:
আমার ভাগ্য বড় আজব যাদুকর ও
আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও সে এক পলকে শূন্য করে
এক পলকে শূন্য করে
দিলো সাধের ঘর
বড় নিঠুর যাদুকর!
ও বড় নিঠুর যাদুকর!
আমার ভাগ্য বড় আজব যাদুকর ও
আমার ভাগ্য বড় আজব যাদুকর
আমি তিলে তিলে গড়েছিলাম
তিলে তিলে গড়েছিলাম সাজানো বাগান
মমতারই ফুল ফুঠিয়ে গাইতো পাখি গান
সেই সুখ পাখি আজ গেল ছেড়ে
সুখ পাখি আজ গেল ছেড়ে
বুকেরই পিঞ্জর
বড় নিঠুর যাদুকর!
ও বড় নিঠুর যাদুকর!
আমার ভাগ্য বড় আজব যাদুকর
আমার ভাগ্য বড় আজব যাদুকর
কত সোনাদানা ভরে দিলো
সোনাদানা ভরে দিলো দুহাতে আমার
নিয়ে গেল তার বদলে কোন সে মণিহার
হায় কেন্দেও সুখ পাবে কি আর
কেন্দেও সুখ পাবে কি আর
আমারই অন্তর
বড় নিঠুর যাদুকর!
ও বড় নিঠুর যাদুকর!
আমার ভাগ্য বড় আজব যাদুকর ও
আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও সে এক পলকে শূন্য করে
এক পলকে শূন্য করে
দিলো সাধের ঘর
বড় নিঠুর যাদুকর!
ও বড় নিঠুর যাদুকর!
আমার ভাগ্য বড় আজব যাদুকর ও
আমার ভাগ্য বড় আজব যাদুকর