Chokkhe Amar Trishna Lyrics (চক্ষে আমার তৃষ্ণা) Indrani Sen

Album – Awnek Katha Jao Je Bole
Song – Chokhe Aamar Trishna
Singer – Indrani Sen
Composer – Rabindranath Tagore
lyrics – Rabindranath Tagore
Label – Atlantis Music

Chokkhe Amar Trishna Lyrics In Bengali:

চক্ষে আমার তৃষ্ণা ওগো,
তৃষ্ণা আমার বক্ষ জুড়ে
চক্ষে আমার তৃষ্ণা
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
সন্তাপে প্রাণ যায় যে পুড়ে 
চক্ষে আমার তৃষ্ণা
ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়, 
মনকে সুদূর শূণ্যে ধাওয়ায় –
অবগুন্ঠন যায় যে উড়ে
চক্ষে আমার তৃষ্ণা
যে ফুল কানন করত আলো
কালো হয়ে সে শুকালো
কালো হয়ে সে শুকালো
ঝরনারে কে দিল বাধা _
নিষ্ঠুর পাষাণে বাঁধা
দুঃখের শিখরচূড়ে 
চক্ষে আমার তৃষ্ণা ওগো,
তৃষ্ণা আমার বক্ষ জুড়ে
চক্ষে আমার তৃষ্ণা
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
সন্তাপে প্রাণ যায় যে পুড়ে 
চক্ষে আমার তৃষ্ণা
চোখে আমার তৃষ্ণা স্বরলিপি :
Chokkhe aamar trishna,
Trishna aamar bokkho jure.
Aami bristibiheen baishakhee din,
Santape pran jaay je pure.
Jhar utheche topto haoway haoway,
Monke sudur shunnye dhaoway-
Abogunthan jaay je ure.
Je phool kanan korto aalo,
Kalo hoye se shukalo.
Jharnarey ke dilo badha-
Nishthur pashane bandha
Dukher shikharchure.
See also  Tui Phele Esechis Kare Lyrics (তুই ফেলে এসেছিস কারে) Rabindra Sangeet