Ekdin Brishti Namaabe Lyrics(একদিন বৃষ্টি নামাবে) Niladri Banerjee | Sayan Das

Song :Ekdin Brishti Namabe
Written,Composed and Vocals : Niladri Banerjee
Arranged, Mixed and Master : Sayan Das
Esraj : Debasish
Guitars : Sayan Das
Filmed by : Rohan Kumar Paul

Ekdin Brishti Namabe Lyrics In Bengali:

থেমে থাক প্রহর, এই রাতের ভরসাতে
থেমে থাকবে ভোর, তোর হাতের, ইশারাতে..
যেটুকু কল্পনা, আমি তা ভুলবনা
আকাশে ঋণটুকু চাপালে, বিড়ম্বনা হবে।
আমারও বিশ্বাস একদিন বৃষ্টি নামাবে(২)
কিছু মলীন সৃতির মিছিল
কিছু আকুল গ্রিশ্ব কাল
ছিল রোদের আদর মেশা
অবসাদের সেই রুমাল..
কিছুটা রংচটা, একঘেয়ে গল্পটা
আড়ালে দিন সরে দাঁড়ালে রোমাঞ্চটা হবে
আমারও বিশ্বাস একদিন বৃষ্টি নামাবে(২)
অনুভূতির অতল জলে
সুখ সৃতির রাজ্য পাট
আর বেকুব বিকেল এলে
জলছবি রাস্তাঘাট।
যা ছিল আনমনে, আমারই গোপনে, 
প্রেমেরই কাব্যটা তারই অবলম্বনে হবে।
আমারও বিশ্বাস একদিন বৃষ্টি নামাবে(২)