Elo Borosha Je Sohosha Lyrics (এলো বরষা যে সহসা) Satinath Mukhopadhay

“Elo Borosha Je Sohosha” is a beautiful song from the album “Radhika Bihone Kande” by Satinath Mukherjee. Released in 1982, the song features heartfelt lyrics by Sudhin Das Gupta and soulful music composed by Sudhin Das Gupta.

Album: MOner Janala
Singer: Srikanto  Acharya
Song: Ello Barassa Je Sahasa

Elo Borosha Je Sohosha Song Lyrics In Bengali :

এলো বরষা যে সহসা মনে তাই
রিম ঝিম ঝিম, রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই,
রিম ঝিম ঝিম, রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই।
গানেরও ধারা মাঝে
প্রাণেরও কথা আছে,
গানেরও ধারা মাঝে
প্রাণেরও কথা আছে,
সুর তবু লাগে না যে
কোথা বোলো তারে পাই।
এলো বরষা যে সহসা মনে তাই
রিম ঝিম ঝিম, রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই,
রিম ঝিম ঝিম, রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই।
মনেরও আকাশে কত
খুঁজেছি গো তোমায়,
মেঘেরও স্তরে স্তরে
রাতেরও তারায় তারায়।
মনেরও আকাশে কত
খুঁজেছি গো তোমায়,
মেঘেরও স্তরে স্তরে
রাতেরও তারায় তারায়।
যদি ভরা এ শ্রাবণে
কারো ছোঁয়া সুর আনে,
যদি ভরা এ শ্রাবণে
কারো ছোঁয়া সুর আনে,
হৃদয়েরও মাঝখানে
রেখে দিতে তারে চাই।
এলো বরষা যে সহসা মনে তাই
রিম ঝিম ঝিম, রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই,
রিম ঝিম ঝিম, রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই ..
এলো বরষা যে সহসা মনে তাই লিরিক্স :
Elo Barosha Je Sahosha Mone Tai
Rim jhim jhim Rim jhim jhim
Gaan Geye Jai
Gaanero dhara majhe Praanero kotha ache
Sur tobu laage na je
Kotha bolo taare pai
Monero akashe koto khujechi go tomay
Meghero store store raatero taray taray
Jodi bhora e shrabone
kora chowa sur aane
Hridoyero majhkhane rekhe dite tare chai
Elo Borosha Je Sahosha Mone Tai