Song: Na Bole Esechhi
Album: Solid Gold – Arati Mukhopadhyay
Artist: Arati Mukherjee
Music Director: Sudhin Dasgupta
Lyricist: Pulak Banerjee
Na Bole Esechi Ta Bole Bhebona Lyrics In Bengali:
না বলে এসেছি, তা বলে ভেবো না
না বলে বিদায় নেবো,
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
অন্ধ আবেগে বলতে চেয়েছি
হয় নি যে কথা বলা
কৃষ্ণচূড়াতে পথ ঢেকেছিল
হয় নি সে পথে চলা।
এই নির্জনে নয়নে নয়নে
প্রেমের কবিতা ভাবো,
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
না বলে এসেছি, তা বলে ভেবো না
না বলে বিদায় নেবো,
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
তোমাকে দেখার লুকানো আশায়
অঙ্গে গোধূলি ভরা,
শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া
হৃদয় নৃত্য করা।
লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে
জাগতে পারে নি কুঁড়ি,
লক্ষ মরণে মরতে চেয়েছি,
সয় নি সে লুকোচুরি।
আজ এইক্ষণে বুঝিনি গোপনে
নিজেকে আবার পাব।
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
না বলে এসেছি, তা বলে ভেবো না
না বলে বিদায় নেব,
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাব।
না বলে এসেছি তা বলে ভেবো না লিরিক্স :
Na bole esechi ta bole vebo na
Na bole biday nebo
Chole jai jodi jeno hoi nodi
Sagore hariye jabo
Ondho abege bolte cheyechi
Hoyni je kotha bola
Krishnachura te poth dhekechilo
Hoyni se pothe chola
Ei nirjone noyone noyone
Premer kobita vabo