Song: Prem Baro Madhur
Song: প্রেম বড়ো মধুর
Artiste: Kishore Kumar
Music Director: Kishore Kumar
Lyricist: Shibdas Banerjee
Album: Dake Loke Amake Clown
Prem Boro Modhur Lyrics In Bengali:
প্রেম যেন এক অতিথির মত,
কখনো জীবনে আসে,
ফুল-ডোরে বাঁধে,
কখনো আবার অশ্রু ঝরিয়ে চলে যায়।
প্রেম বড় মধুর,
কভু কাছে, কভু সুদূর (x2)
কখনো জীবনে ফুল ফোটায়ে
কখনো জীবনে ফুল ফোটায়ে
কাঁদিয়ে যায় সে দূর।
প্রেম বড় মধুর,
কভু কাছে, কভু সুদূর।
প্রেম যেন নদী, ভাঙে আর গড়ে
জীবনের দুটি কূল ঘিরে
ভাঙা-গড়া খেলা, খেলে সারা বেলা
তীর ছুঁয়ে যায় ফিরে ফিরে
মিলনের গান গায়, বিরহের কান্নায়
হৃদয়ে বাজায় নূপুর ..
ভাঙা-গড়া ছন্দে, কখনো আনন্দে
কখনো যে সুর বিধূর ..
প্রেম বড় মধুর,
কভু কাছে, কভু সুদূর।
কখনো জীবনে ফুল ফোটায়ে
কখনো জীবনে ফুল ফোটায়ে
কাঁদিয়ে যায় সে দূর।
প্রেম বড় মধুর,
কভু কাছে, কভু সুদূর।
প্রেম যেন নারী, আলো আর ছায়া
জীবনের নীলা-আকাশ ঘিরে
কখনো সে মায়া, কখনো আলেয়া
মায়াবিনী দুটি আঁখি তীরে
ছায়াছবি এঁকে যায়,
সুখে দুখে ঝঞ্ঝায়
আকাশে মেঘের সিঁদুর ..
প্রেম প্রীতি দ্বন্দে, বকুলের গন্ধে
ভরে সে সকাল-দুপুর ..
প্রেম বড়ো মধুর,
কভু কাছে, কভু সুদূর।
কখনো জীবনে ফুল ফোটায়ে
কখনো জীবনে ফুল ফোটায়ে
কাঁদিয়ে যায় সে দূর।
প্রেম বড় মধুর,
কভু কাছে, কভু সুদূর ..
প্রেম বড় মধুর লিরিক্স:
Prem Boro Modhur Kobhu kache, Kobhu sudur
Kokhono jibone ful fotaye
Kandiye jay se dur..
Prem jeno nodi bhange ar gorey
Jiboner duti kul ghirey
Bhanga gora khela, Khele sara bela
Tir chuye jay fire fire..
Miloner gaan gay, Biroher kannay
Hridoye bajaye nupur..
Vanga-gora chondey Kokhono anondey
Kokhono je shur bidhur
Prem jeno naari, aalo ar chaya
Jiboner nil-akash ghire..
Kokhono se maya, kokhono aleya
Mayabini duti ankhi tire
Chayachobi enke jay Sukhe dukhe jonjhay
Akashe megher sindur…