Presenting lyrical video of one all time great patriotic song ” Otho Go Bharatlakshmi” penned and composed by Shri Atul Prasad Sen and sung by Srabani Sen .
Song : Otho Go Bharatlakshmi
Album : Banga Amar Janani Amar
Singer : Srabani Sen
Lyrics & Compostion : Atul Prasad Sen
Utho Go Bharata Lakhi Song Lyrics In Bengali :
উঠো গো ভারত-লক্ষ্মী,
উঠো আদি-জগত-জন-পূজ্যা,
উঠো গো ভারত-লক্ষ্মী,
উঠো আদি-জগত-জন-পূজ্যা,
দুঃখ দৈন্য সব নাশি
করো দূরিত ভারত-লজ্জা,
ছাড়ো গো ছাড়ো শোকশয্যা,
কর সজ্জা
পুনঃ কমল-কনক-ধন-ধান্যে।
জননী গো, লহো তুলে বক্ষে
সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে,
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো।
কাণ্ডারী নাহিক কমলা
দুঃখলাঞ্ছিত ভারতবর্ষে,
শঙ্কিত মোরা সব যাত্রী
কালসাগর-কম্পন-দর্শে,
তোমার অভয়-পদ-স্পর্শে, নব হর্ষে,
পুনঃ চলিবে তরণী শুভ লক্ষ্যে।
জননী গো, লহো তুলে বক্ষে
সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে;
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো।
ভারত-শ্মশান করো পূর্ণ
পুনঃ কোকিল-কূজিত কুঞ্জে,
দ্বেষ-হিংসা করি চূর্ণ
করো পূরিত প্রেম-অলি-গুঞ্জে,
দূরিত করি পাপ-পুঞ্জে, তপঃ-তুঞ্জে
পুনঃ বিমল করো ভারত পুণ্যে।
জননী গো, লহো তুলে বক্ষে,
সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে;
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো।
জননী দেহ তব পদে ভক্তি
দেহ নব আশা, দেহ নব শক্তি,
এক সূর্যে করো বন্ধন আজ
ত্রিংশতি কোটি দেশবাসী জনে।
উঠো গো ভারতলক্ষ্মী লিরিক্স – স্বাধীনতা দিবসের গান :
Utho go Bharat lakhi
utha adi jagato jana pujya
Utho go Bharat laxmi
utha adi jogoto jana pujya
Duhkho dainya sobo nashi
Koro durita Bharat-lojja
Charo go charo shokosojja
Koro sajja
punah kamala kanaka dhana-dhannye
Jononi go loho tule bokkhey
Swantan bas deho tule chokkhe
Kadiche tobo choronotole
Tringshoti koti noronari go