Aam Gache Dhila Maare Kidare Lyrics (আমগাছে ঢ্যালা মারে ক্যাডারে) Folk Song

Song: Aam gache dhila maare kidare 
Singer: Faisal Rana
Lyrics & Composed by: Collected
Label: Chenasur 
Release Date: 03-02-2021
Direction: Team Chenasur
Producer: Chenasur 
Produced and Distributed by Chenasur

Aam gache dhila maare kidare Lyrics In Bengali

আমগাছে ঢ্যালা মারে ক্যাডারে?
আমি আসি যদি আমডা তোরে
খাওয়ায় দিবানে ভালো করে
আমগাছে ঢ্যালা মারে ক্যাডারে?
আমি আসি যদি আমডা তোরে
খাওয়ায় দিবানে ভালো করে
আমগাছে ঢ্যালা মারে ক্যাডারে?
[কার ছাওয়াল রে তুই?
কোন পাড়ায় বাড়ি?
কী তোর বাবার নাম?
এই কী তোর বাবার নাম?
কচি আমে ঢ্যালা মাত্তিছিস
খায়ে পাসনে কাম?]-২
[কানে কতা যাচ্ছে না তোর]-২
ঢ্যালা মারার তালেই থাহিস রে
আম গাছে ঢ্যালা মারে ক্যাডারে?
আমি আসি যদি আমডা তোরে
খাওয়ায় দিবানে ভালো করে
আম গাছে ঢ্যালা মারে ক্যাডারে?
[ঢ্যালা মারা বাদ দিয়ে এবার
গাছে উঠলি যে তুই
(এই গাছে উঠলি যে তুই!)
দুপুর বেলায় এ কোন বান্দরের
পাল্লায় পড়লাম মুই]-২
[লাঠি নিয়ে আসতিছি দাড়া]-২
দেহাই দিচ্ছি তোরে
আম গাছে ঢ্যালা মারে ক্যাডারে?
আমি আসি যদি আমডা তোরে
খাওয়ায় দিবানে ভালো করে
আম গাছে ঢ্যালা মারে ক্যাডারে?
[দৌড়েচ্ছিস কেন খায়ে যা আম
খাওয়ায় দিই তোরে
এই খাওয়ায় দিই তোরে
বাড়ি গাছ লাগায়ে খাতি পারিসনে
খাস পরের তরে]-২
[(বাড়ি) গাছ লাগায়ে খাগে যারে]-২
পরাণডা ভরে!
[আমগাছে ঢ্যালা মারে ক্যাডারে?
আমি আসি যদি আমডা তোরে
খাওয়ায় দিবানে ভালো করে]-২
আমগাছে ঢ্যালা মারে ক্যাডারে?
আমগাছে ঢ্যালা মারে ক্যাডারে লিরিক্স: গৌর সুন্দর গায়েন

See also  Jao Pakhi Bolo Tare Lyrics (যাও পাখি বল তারে )By Krishnokoli