Ja Diyacho Konodino Lyrics (যা দিয়েছো কোনোদিনও দেয়া যাবে নাতো তার প্রতিদান) By Asha Bhosle

Presenting the Song Lyrics  “Ja Diyacho Konodino : যা দিয়েছ কোনোদিনও” বাংলা গান sung by Asha Bhosle From Paapi, Starring Indrani Dutta, Kaushik Banerjee.
Song : Ja Diyacho Konodino
গান : যা দিয়েছ কোনোদিনও
Movie : Paapi
Artist : Asha Bhosle
Music Director : Babul Bose
Lyricist : Mukul Dutta

Ja Diyacho Konodino Lyrics in Bengali

যা দিয়েছো কোনোদিনও
দেয়া যাবে নাতো তার প্রতিদান
যা দিয়েছো কোনোদিনও
দেয়া যাবে নাতো তার প্রতিদান
ছিলো নাকো যার কিছু
ভরে দিলে তার মন;
ভালোবাসা পূজা হয়ে
গেল যে কখন হো হো হো
যা দিয়েছো কোনোদিনও
দেয়া যাবে নাতো তার প্রতিদান।
আজকে আমি হয়েছি তোমার
পেয়েছি আমি পৃথিবী আমার
সরিয়ে দিয়ে অনেক আঁধার
আজকে আমি হয়েছি তোমার
পেয়েছি আমি পৃথিবী আমার
সরিয়ে দিয়ে অনেক আঁধার
বলো না গো কী দেব তোমায়
হো হো হো হো যা দিয়েছো কোনোদিনও
দেয়া যাবে নাতো তার প্রতিদান।
কর আমার জীবন সফল
পেরিয়ে মনের সাগর অতল
যত জ্বালা হোক না শীতল
কর আমার জীবন সফল
পেরিয়ে মনের সাগর অতল
যত জ্বালা হোক না শীতল
শেষ আমি জানিনা কোথায়?
হো হো হো  হো যা দিয়েছো কোনোদিনও
দেয়া যাবে নাতো তার প্রতিদান।
যা দিয়েছো কোনোদিনও দেয়া যাবে নাতো তার প্রতিদান লিরিক্স: 
Ja Diyacho Konodino
Deya jabe na to tar Protidan 
Chilo Nako jar kichu 
Vore dile tar mon 
Valobasha puja hoiye 
Gelo je kokhon HO ho ho ho ho
Aajke ami hoiyechi tomar 
Peyechi ami prithibi amar 
Soriye diye onek andhar
Bolo na go ki debo tomay 
Ho ho ho ho ho ho Ja diyecho konodino 
Deye jabe na Tar Protidan 
See also  Kedona Maninee Tumi Lyrics (কেঁদোনা মানিনী তুমি) By Asha Bhosle