Title: Madhur Madhur Banshi Baje
Singer: Sandhya Mukherjee
Music Director: Sudhin Dasgupta
Lyricist: Tarashankar Banerjee
Madhur Madhur Banshi Baje Lyrics In Bengali:
মধুর মধুর বংশী বাজে,কোথা কোন কদমতলিতে
মধুর মধুর বংশী বাজে,কোথা কোন কদমতলিতে
আমি পথের মাঝে পথ হারালেম ব্রজে চলিতে
কোন মহাজন পারে বলিতে?
মধুর মধুর বংশী বাজে,কোথা কোন কদমতলিতে।
পোড়া মন ভুল করিলি চোখ তুলিলি
পথের ধূলা থেকে
রাই যে আমার রাঙা পায়ের
ছাপ গিয়েছে এঁকে
পোড়া মন ভুল করিলি চোখ তুলিলি
পথের ধূলা থেকে
রাই যে আমার রাঙা পায়ের
ছাপ গিয়েছে এঁকে
ঢুকলি ছেড়ে পথের ধূলো চন্দ্রাবলীর কুঞ্জগলিতে।
আমি পথের মাঝে পথ হারালেম ব্রজে চলিতে
কোন মহাজন পারে বলিতে?
মধুর মধুর বংশী বাজে,কোথা কোন কদমতলিতে।
[অনেক আলোর ঘটায় অনেক ছটা ঝলমল
আমার হাতের মাটির পিদিম লাজে নিভাইলো]-২
এখন যে হায় গভীর আঁধার
কোন পথে ঘাট বলো ললিতে।
আমি পথের মাঝে পথ হারালেম ব্রজে চলিতে
কোন মহাজন পারে বলিতে?
মধুর মধুর বংশী বাজে,কোথা কোন কদমতলিতে
মধুর মধুর বংশী বাজে,কোথা কোন কদমতলিতে
মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদমতলিতে লিরিক্স: সন্ধ্যা মুখোপাধ্যায়
Modhur modhur banshi baje, kotha kon kadam-talite
Ami pather majhe path haralem broje cholite
Kon mahajan pare bolite?
Modhur modhur banshi baje, kotha kon kadam-talite.
Pora mon bhul korili chokh tulili
Pather dhula theke
Rai je amar ranga payer
Chap giyeche anke
Pora mon bhul korili chokh tulili
Pather dhula theke
Rai je amar ranga payer
Chap giyeche anke
Dhukli chhere pather dhulo chandraboli’r kunjogolite.
Ami pather majhe path haralem broje cholite
Kon mahajan pare bolite?
Modhur modhur banshi baje, kotha kon kadam-talite.
[Onek alor ghotay onek chhota jhalmal
Amar hater matir pidim laje nibhailo] -2
Ekhon je hay ghabir andhar