Sobai To Gaan Gay Lyrics ( সবাই তো গান গায়) By Nachiketa Chakraborty

Song : Sobai To Gaan Gay
Album : Sobai To Gaan Gay
Artist : Ashoke Bhattacharya
Music Director : Nachiketa Chakraborty
Lyricist : Nachiketa Chakraborty
Music Arrangement : Pintu Ghatak
Recording & Mixing : Siddheswar Banerjee

 Sobai To Gaan Gay Lyrics  By Nachiketa Chakraborty :

Sobai To Gaan Gay Lyrics In Bengali:

সবাই তো গান গায় দাদরা কাহারবায়,
চৌতালে ঝম্পকে ক’জন চলে!
সবাই তো গান গায় দাদরা কাহারবায়,
চৌতালে ঝম্পকে ক’জন চলে!
সবাই তো গান দিয়ে জীবনকে ছুঁয়ে যায়
সবাই তো গান দিয়ে জীবনকে ছুঁয়ে যায়
জীবনের কথা আর ক’জন বলে!
সবাই তো গান গায় দাদরা কাহারবায়,
চৌতালে ঝম্পকে ক’জন চলে!
প্রেমে পড়ে প্রেমিক তো হয়ে যায় সকলে,
প্রেমিকা ছাড়া প্রেম থাকে ক’জনের
প্রেমে পড়ে প্রেমিক তো হয়ে যায় সকলে,
প্রেমিকা ছাড়া প্রেম থাকে ক’জনের
প্রেমিকা হলেই প্রেম দেখা দেয় তখনই,
জন্ম-প্রেমিক মন থাকে ক’জনের!
প্রেমের উপাদান ইট-কাঠ-পাথরে,
তাকেই পাথেয় করে ক’জন চলে!
[সবাই তো গান দিয়ে জীবনকে ছুঁয়ে যায়]-২
জীবনের কথা আর ক’জন বলে!
সবাই তো গান গায় দাদরা কাহারবায়,
চৌতালে ঝম্পকে ক’জন চলে!
[যে মনে উদার আকাশ,সে মনেই ঠগের বাস,
এ রসিকতা বোধ আর থাকে ক’জনের!]-২
ঠগ ভাবে জিতি আমি,উদারতা ভাবে আমি,
কে যে জেতে সেই বোধ থাকে ক’জনের!
সেই তো সুজন হয়,মন যার পথ চায়,
অমৃত খোঁজে ফেরে যে বিষফলে!
সবাই তো গান দিয়ে জীবনকে ছুঁয়ে যায়
জীবনের কথা আর ক’জন বলে!
সবাই তো গান গায় দাদরা কাহারবায়,
চৌতালে ঝম্পকে ক’জন চলে!
আ আ আ আ আ আ আ
সবাই তো গান গায় দাদরা কাহারবায় লিরিক্স: 
See also  Nilanjana Lyrics II (নীলাঞ্জনা) - Nachiketa Chakraborty - Hoyto Karor Buke