Song: Ekbar Jodi Keu
Song by : Syed Abdul Hadi
Compose: Sheikh Sadi Khan
Label: Sonali Products
Tomader Sukher Ei Nire Lyrics In Bengali:
তোমাদের সুখের এই নীড়ে
আমাকে খোঁজো না বন্ধু
আমি তো চলেছি ধীরে
তোমাদের সুখের এই নীড়ে
আমাকে খোঁজো না বন্ধু
আমি তো চলেছি ধীরে
তোমাদের সুখের এই নীড়ে
আজ এই আসরে বন্ধু
আমি শেষ গান শুনিয়ে যাবো
অশ্রু লুকিয়ে বন্ধু
আমি স্বপ্নে রাঙিয়ে দেবো
এই প্রেম কেঁদে যাক বন্ধু
আমার হৃদয় ঘিরে
তোমাদের সুখের এই নীড়ে
আমাকে খোঁজো না বন্ধু
আমি তো চলেছি ধীরে
তোমাদের সুখের এই নীড়ে।
দুঃখ করি না বন্ধু
আমি ঝঞ্ঝার আকাশে পাখি
দীর্ঘ নিঃশ্বাসে বন্ধু
আমি ক্রান্তির ঠিকানা রাখি
এই নাম ভুলে যেও বন্ধু
হাজার নামের ভিড়ে
তোমাদের সুখের এই নীড়ে
আমাকে খোঁজো না বন্ধু
আমি তো চলেছি ধীরে
তোমাদের সুখের এই নীড়ে
আমাকে খোঁজো না বন্ধু
আমি তো চলেছি ধীরে
তোমাদের সুখের এই নীড়ে।
তোমাদের সুখের এই নীড়ে লিরিক্স:সৈয়দ আব্দুল হাদী
Tomader sukher ai nire
Amake khunjo na bondhu
Ami to cholechi dhire
tomader sukher ai nire
Aaj ai asore bondhu
ami sesh gaan shuniye jabo
Ashru lukiye bondhu
Ami swapne rangiye debo
Ai prem kende jak baondhu
amr hridoy ghire
Tomader sukher ai nire
Amake khunjo na bondhu
Ami to cholechi dhire
tomader sukher ai nire
Dukkho kori na bondhu
Ami jhanjar akashe pakhi d
hirgha niswas e bondhu
ami krintir thikana rakhi
Ai nam vhule jeyo bondhu
Hajar namer vhire
Tomader sukher ai nire
Amake khunjo na bondhu
Ami to cholechi dhire
tomader sukher ai nire