Bismillah Song Lyrics (বিসমিল্লা ) By Arijit Singh

বিসমিল্লাহ টাইটেল ট্র্যাক (বিসমিল্লা) বাংলা মুভি বিসমিল্লাহ থেকে অরিজিৎ সিং এর গান। অভিনয় করেছেন ঋদ্ধি সেন, কৌশিক গাঙ্গুলি, শুভশ্রী গাঙ্গুলি এবং অন্যান্যরা। ইন্দ্রদীপ দাস গুপ্তের সংগীতায়োজন এবং বাংলায় সেশ বোলে জেনো কিছু নেই, বাংলায় গানের কথা লিখেছেন শ্রীজাত। বিসমিল্লাহ টাইটেল ট্র্যাকের অডিও SVF মিউজিক দ্বারা 29 জুলাই 2022-এ প্রকাশিত হয়েছিল।

Song
– Bismillah Title Track
Music – Indraadip Das Gupta 
Lyrics – Srijato
Singer – Arijit Singh 
Music Programming – Shamik Chakravarty
Sarod – Pratik Srivastava 
Strokes – Tapas Roy 
Flute – Ashwin Srinivasan 
Music Assistant – Shom Chatterjee 

Bismillah  Lyrics in Bengali:

শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ
এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ
ভেঙে যাওয়া মনে খড়কুটো গোনে যে পাখি
বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী
এ পথে কোনো ঋণ নেই, ফেলে আসা দিন নেই
শুরুতেই ফিরে এসো তুমিও
ছেড়ে যাওয়া হাত নেই, ভাসানেরও রাত নেই
মাঝে অবসর পেলে ঘুমিও
শুরুর কথাই লেখা আছে তাই 
শুরুর কাছেই একা ফিরলাম
যত ভাঙন, তুলে নিক এ মন
বলতেই হবে বিসমিল্লা
শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ
এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ
শেষ বলে যেন কিছু নেই
আছে অবশেষ
বিসমিল্লা লিরিক্স:

Bismillah Title Track Lyrics in English

Sesh bole jeno kichhu nei achhe obosesh
Edeshero seshe thiki shuru hobe kono desh
Bhenge jawa mone khorkuto gone je pakhi
Basa chhere taake ure jete hoy ekakai
E pothe kono reen nei, fele asa din nei
Shurutei firey eso tumio
Chhere jawa haat nei vasanero raat nei
Majhe abosor pele ghumio
Shurur kothai lekha aachhe tai
Shurur kachhei eka firlam
Jato bhangon tule nik e mon
Boltei hobe bismillah
Sesh bole jeno kichhu nei achhe obosesh
Edeshero seshe thiki shuru hobe kono desh
See also  Chol Choley Jaai Lyrics (চল চলে যাই) By Arijit Singh | Shreya Ghoshal