হ্যালুসিনেশন গানটি বাংলা সিনেমার রূপম ইসলাম গেয়েছেন। অভিনয়ে: সমদর্শী দত্ত, সোহিনী সেনগুপ্ত, বিদিতা বাগ, রূপলেখা মিত্র প্রমুখ।
Song : Hallucination
Movie Name : Icche (2011)
Singer : Rupam Islam
Music Composer : Surojit Chatterjee
Produced by : Vignesh Films
Hallucination Lyrics By Rupam Islam :
সোমবার সকালে ঢেউ তোলা আলে
অদৃশ্য আমি হাঁটি ধূলো সারা পায়,
রাস্তা অচেনা ফিউচার অজানা
মঙ্গলবারে আমার মনগড়া খেলায় হে।
সুনশান কুয়াশাতে সাইকেল রিক্সা যায়
আমি এরম থাকি হামেশাই,
ও.. হেলুসিনেশন হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
হেলুসিনেশন হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
ঈশান কোন ভোরের আলো দেখা যায়।
বুধবার দুপুরে স্বপ্নেরা উড়ে
চারকোনা সিলিং এ মেঘেরা ছড়ায়, হে হে
বেলকনি ধারে মানুষের ভিড়ে
কন্যারও আঁখি প্রায়সই দেখা যায়।
বৃহস্পতিবারে বারে বারে যে হারাই
আমি এমন হারাই হামেশাই,
ও.. হেলুসিনেশন হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
হেলুসিনেশন, হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
ঈশান কোন ভোরের আলো দেখা যায় হা।
আ.. নিশ্চিন্ন পুরে, শুক্কুর বারে
যাও ভেসে যাও আমার ময়ূরপঙ্খী নাও,
সোনালী খাঁচায়, কে আমায় বাঁচায়
শনিবারের নেশা আমারে ডোবাও।
রবিবারে আমি সেই কুয়াশায়
ভালোবাসা দূরাশা ভাসা ভাসা রয়ে যায়।
ও.. হেলুসিনেশন হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
হেলুসিনেশন, হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
ঈশান কোন ভোরের আলো দেখা যায় হা।
হেলুসিনেশন লিরিক্স – রূপম ইসলাম :
Sombar shokale dheu tola ale
Adrishyo ami hanti dhulo sera pay,
Rasta ochenaa future ojana
Mongolbare amar mongora khelay he.
Sunshon kuashate cycle ricksha jay
Ami erom thaki hamshai,
Oh… hallucination, hallucination
Ishan kon bhorer alo dekha jay,
Hallucination, hallucination
Ishan kon bhorer alo dekha jay,
Ishan kon bhorer alo dekha jay.
Budhbar dupure shongsharer uddhe
Char kona ceiling-e meghera chhaday, he he
Belkoni dhare manusher bhire
Konyaro ankhii proyashoi dekha jay.
Brihospotibare bare bare je harai
Ami emon harai hamshai,
Oh… hallucination, hallucination
Ishan kon bhorer alo dekha jay,
Hallucination, hallucination
Ishan kon bhorer alo dekha jay,
Ishan kon bhorer alo dekha jay ha.
A… nishchinnopure, shukkur bare
Jao bhese jao amar moyurponkhi nao,
Sonali khanachay, ke amay bachay
Shonibarer nesha amare dobao.
Robibare ami sei kuashay
Valobasha durasha vhasa vhasa roye jay.
Oh… hallucination, hallucination
Ishan kon bhorer alo dekha jay,
Hallucination, hallucination
Ishan kon bhorer alo dekha jay,
Ishan kon bhorer alo dekha jay ha.
1.Which movie features the song “Hallucination”?
The song “Hallucination” is from the movie “Icche,” released in 2011.
2.Who is the singer of the song?
The song is sung by Rupam Islam.
3.Who composed the music for the song “Hallucination” ?
The music for “Hallucination” was composed by Surojit Chatterjee.
4.Who produced the movie “Icche”?
The movie “Icche” was produced by Vignesh Films.
ফসিলস গানের লিরিক্স: