ADS

Ishita Song Lyrics (ঈশিতা লিরিক্স ) By Rishi Panda Song

Share:



Music: Rishi Panda
Lyrics: Shreyam Acharya
Illustration & Animation: Rishi Panda
Title: Prantik

Ishita Song Lyrics In Bengali:-


শহর ট্রামের শব্দে শোনে মেঠো সুর
নদীর চোখের জলেই নোনা সমুদ্দুর
আমি আছি ঝরাপাতায় নতুন খাতায় মলাট হয়ে
গান লিখতে ইচ্ছে করে, ছন্দ মেলেনা
লাস্ট বেঞ্চে বসি বলে, আমি মন্দ ছেলে না
কথা দিলাম- কথা রাখার
মন দিয়ে মন হারাবার
চুল খোলা-লাল শাড়ি-স্কুল ছুটির-ঈশিতা
আনমোনা- রাগ ভীষণ-মন কেমন- ঈশিতা

প্রেমেরই মানে বই থেকে, বয়েছে উদাসি হাওয়া
বিকেলে ক্লাসের অজুহাত, ঠোঁটে প্রহর গোনা
থামবেনা কোনো স্টেশনেই, সেই ট্রেনে হারিয়ে যাওয়া
পরিযায়ী আর্দ্র মেঘেদের মতন গল্প বোনা

আমি ভবঘুরে - জানি খুব বেসুরে
তবু শুনবে কি এই গান?
গান লিখতে ইচ্ছে করে, ছন্দ মেলেনা
লাস্ট বেঞ্চে বসি বলে, আমি মন্দ ছেলেনা
কথা দিলাম- কথা রাখার
মন দিয়ে মন হারাবার
চুল খোলা-লাল শাড়ি-স্কুল ছুটির-ঈশিতা
আনমোনা- রাগ ভীষণ-মন কেমন- ঈশিতা

ঈশিতা লিরিক্স - ঋষি পণ্ডা


Shohor Tramer Shobde
Shone Metho Sur,
Nodir Chokher Jolei
Nona Somoddur

Ami Achhi Jhorapatay
Notun Khatar Molat Hoye

Gaan Likhte Ichhey Kore
Chhondo Melena
Last Bench a Boshi Boley
Ami Mondo Chhele na

Kotha Dilam - Kotha Rakhar
Mon Diye Mon Harabar.

Chul Khola - Laal Shari,
School Chhutir Ishita,
Anmona Raag Bhishon,
Mon Kemon Ishita

Premeri Mane Boi theke,
Boyeche Udashi Hawa,
Bikele Class er Ojuhat,
Thote Prohor Gona

Thambena Kono Stationei,
Shei Train a Hariye Jawa,
Porijayi Adro Megheder
Moton Golpo Bona

Ami Bhoboghure
Jaani Khub beshurey
Tobu Shunbe Ki Ei Gaan?

aan Likhte Ichhey Kore
Chhondo Melena
Last Bench a Boshi Boley
Ami Mondo Chhele na

Kotha Dilam - Kotha Rakhar
Mon Diye Mon Harabar...

Chul Khola - Laal Shari,
School Chhutir Ishita,
Anmona Raag Bhishon,
Mon Kemon Ishita.

No comments