Amay Tumi Chinle Na To Lyrics || আমায় তুমি চিনলে না তো || Sung By Sipra Bose

Song: Amay Tumi Chinle Na To
Singer:  Sipra Basu
Lyrics: Sunil Baran
Composer: Gobinda Bose
Released on: 2013-11-30

Amay Tumi Chinle Na To Lyrics  In Bengali:

আ আ আ আ
আমায় তুমি চিনলে না তো
সে তো তোমার চেনার ভুল
আমি তো নই ঝরাফুল
আমায় তুমি চিনলে না তো
সে তো তোমার চেনার ভুল
আমি তো নই ঝরাফুল
আমায় তুমি চিনলে না তো।
ফুটেছিলাম মনের বনে 
ছিলাম আমি সঙ্গোপনে
ফুটেছিলাম মনের বনে 
ছিলাম আমি সঙ্গোপনে
দক্ষিণা যে ফিরে গেল
কেন জানি আপন মনে
দক্ষিণা যে ফিরে গেল
কেন জানি আপন মনে
এ তো তোমার ব্যথার ব্যথা
সবই কি আমার ভুল?
এ তো তোমার ব্যথার ব্যথা
সবই কি আমার ভুল?
আমায় তুমি চিনলে না তো।
এ জীবনে ভালোবাসা
কেন আসে জানিনা
এ জীবনে ভালোবাসা
কেন আসে জানিনা
ভালবাসায় সুখ আছে
আর আছে যাতনা।
দেখেছিলাম রাতের ভোরে
নিয়েছিলাম আপন করে
দেখেছিলাম রাতের ভোরে
নিয়েছিলাম আপন করে
বেদনা যে একা একা
শিশির হয়ে গেল ঝরে
বেদনা যে একা একা
শিশির হয়ে গেল ঝরে
এ তো আমার ব্যথার ব্যথা
সবই কি আমার ভুল?
এ তো আমার ব্যথার ব্যথা
সবই কি আমার ভুল?
আমায় তুমি চিনলে না তো
সে তো তোমার চেনার ভুল
আমি তো নই ঝরাফুল
আমায় তুমি চিনলে না তো
আমায় তুমি চিনলে না তো লিরিক্স : শ্রিপ্রা বসু 
Aa Aa Aa Aa
Amay Tumi Chinle Na To
Se to tomar chenar bhul 
Ami to noi jhoraful
Amay Tumi Chinle Na To
Futechilam moner bone 
Chilam ami songopone 
Dakkhina je fire gelo 
Keno jani Apon Mone
E to tomar bethar betha 
Soboi ki amar bhul
Amay Tumi Chinle Na To
Ei Jibone valobasha
Keno Ase jani na
Valobasay sukh ache 
Ar ache jatona 
Dekhechilam rater vore
Niyechilam Apon kore 
Bedona je eka eka
Shishir hoiye gelo jhore