Ei Jiboner Beshitai Dukho Lyrics (এই জীবনের বেশিটাই দুঃখ) By Manna Dey

SONG:  Ei Jiboner Beshitai Dukho
ARTIST: Manna Dey,Prabhas Dey
ALBUM: Tumi Aar Deko Na – Sentimental Hits

Ei Jiboner Beshitai Dukho Lyrics By Manna Dey

Ei Jiboner Beshitai Dukho Lyrics In Bengali:

 
এই জীবনের বেশিটাই দুঃখ,
তবু একটু সময়ের জন্য,
যদি দুঃখ ভোলাতে পারে কোন গান
জানি সে গান আমার হবে ধন্য।৷
এই জীবনের বেশিটাই দুঃখ।
যদি ক্লান্ত পায়ের পথ চলাকে
কোন তীর্থে পৌঁছে দিতে পারে সে,
তোলে সুরে সুরে আনন্দ ছন্দ,
কারো ভাঙ্গা হৃদয়ের বীণা তারে সে।।
যদি সে গানের স্বপ্নের ছোঁয়াতে
এই পৃথিবীকে লাগে চোখে অন্য
জানি সে গান আমার হবে ধন্য।
এই জীবনের বেশিটাই দুঃখ
তবু একটু সময়ের জন্য
যদি দুঃখ ভোলাতে পারে কোন গান
জানি সে গান আমার হবে ধন্য
এই জীবনের বেশিটাই দুঃখ।
যদি ভালবেসে বন্যার মত সে,
করে চকিতে সরস মন মরুকে,
দেয় ফাগুনের সবুজকে ফিরিয়ে,
পাতা ঝরানো রিক্ত প্রাণ তরুকে।।
যদি ক্ষণ তরে বিরহের দহনে
আনে মিলনের অমৃত লাবন্য
জানি সে গান আমার হবে ধন্য।
এই জীবনের বেশিটাই দুঃখ
তবু একটু সময়ের জন্য
যদি দুঃখ ভোলাতে পারে কোন গান
জানি সে গান আমার হবে ধন্য
এই জীবনের বেশিটাই দুঃখ।
এই জীবনের বেশিটাই দুঃখ লিরিক্স :মান্না দে 
Ei jiboner beshitai dukkho
tobu ektu shomoyer jonno
jodi dukkho bholate pare kono gaan
jaani she gaan amar hobe dhonno 
Jodi klanto payer poth cholake
kono tirthe pouche dite paare she
tole shure shure anondo chondo
karo bhanga ridoyer beena taareshe 
Jodi she gaaner shopner choyaate
ei prithibike laage chokhe onno
jaani she gaan amar hobe dhonno 
Jodi bhalobeshe bonnar ruposhi
kore chokite shorosh mon moroke
daae faguner shobujke firiye
pata jhorano rikto praan toruke 
Jodi khonotore biroher dohone
aane milonero omrito labonno
jaani she gaan amar hobe dhonno 
See also  Phul Pakhi Bondhu Amar Chilo Lyrics(ফুল পাখি বন্ধু আমার ছিল) By Mana