O Sathi Ekbar Eshe Dekhe Jao Lyrics(ও সাথী একবার এসে দেখে যাও) By Monir Khan Rinku

Song : O Sathi Ekbar Ese Dekhe Jao
Singer :Monir Khan 
Lyric: Matal Razzak Dewan
Tune: Monir Khan -Rinku 

O Sathi Ekbar Ese Dekhe Jao Lyrics In Bengali:

ও সাথী একবার এসে দেখে যাও,
আমি  কত সুখে আছি।।
বেঁচে আছি কি না মরে গেছি।।
একবার এসে দেখে যাও,
আমি  কত সুখে আছি।
ও সাথী একবার এসে দেখে যাও,
আমি  কত সুখে আছি।
ও সাথী ভুল বুঝে চলে গেছ,
আমায় ফেলে একা,
কত দিন গত হল,
পাই না তোমার দেখা।।
সেই যে গেলে আর এলেনা,
কি দোষ বল করেছি।।
একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি।
ও সাথী একবার এসে দেখে যাও,
আমি  কত সুখে আছি।
ও সাথী কি যে ব্যথা বুকের ভেতর,
বোঝাবো কি করে,
এত শীঘ্রই বদলে গেছ,
তুমি কি করে।।
আমি তো যেমন ছিলাম
তেমনই আছি
একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি
ও সাথী একবার এসে দেখে যাও,
আমি  কত সুখে আছি।
ও সাথী মানুষের মন নিয়ে,
ছিনিমিনি খেলনা,
এই মন ভেঙ্গে গেলে,
জোড়াতো লাগেনা।।
তোমার ছবি বুকের ভেতর,
এঁকে রেখেছি।।
একবার এসে দেখে যাও,
আমি  কত সুখে আছি।।
ও সাথী নিঃসঙ্গ জীবন আমার,
বন্দি প্রেম এর জেলখানায়,
তোমার কথা ভাবতে ভাবতে,
সময় তো বয়ে যায়।।
আমি আক্কাস দেওয়ান,
তোমার পথ চেয়ে আছি।।
একবার এসে দেখে যাও,
আমি কত সুখে আছি।।
বেঁচে আছি কি না মরে গেছি।।
একবার এসে দেখে যাও,
আমি  কত সুখে আছি।।।
তুমি একবার এসে দেখে যাও লিরিক্স :
O Sathi Ekbar Ese Dekhe Jao
Ami koto sukhe achi
Benche achi kina more gechi
O Sathi Ekbar Ese Dekhe Jao
Ami koto sukhe achi
O sathi vul bujhe chole gecho 
Amay fele eka
Koto din goto holo
pai na tomar dekha
Sei je gele ar elena
Ki dos bolo korechi
Ekbar ese dekhe jao 
Ami koto sukhe achi
1.Who is the singer of the song “O Sathi Ekbar Ese Dekhe Jao”?
The song “O Sathi Ekbar Ese Dekhe Jao” is sung by Monir Khan.
2.Who wrote the lyrics for the song “O Sathi Ekbar Ese Dekhe Jao” ?
The lyrics of “O Sathi Ekbar Ese Dekhe Jao” were penned by Matal Razzak Dewan.
3.Who composed the tune for the song “O Sathi Ekbar Ese Dekhe Jao” ?
The tune of “O Sathi Ekbar Ese Dekhe Jao” was composed by Monir Khan in collaboration with Rinku.
See also  Vul Bujhe Chole Jao Lyrics (ভুল বুঝে চলে যাও লিরিক্স) By Matal Razzak Dewan