“Neel Megh Mashe” is a soulful song from the movie “Jani Dekha Hobe.” Sung by Anupam Roy and composed by Neel Dutt, the lyrics by Ansuman Chakraborty beautifully capture emotions. It’s a must-listen for fans of heartfelt melodies.
Movie Name – Jani Dekha Hobe
Song Name – Neel Megh Mashe
Singer – Anupam Roy
Music Composer – Neel Dutt
Lyrics – Ansuman Chakraborty
Neel Megh Mashe Lyrics In Bengali:
ছায়াপথ ভুলে গেলে, চোখ মুছে, খসে তারা |
ঝিলমিল শোক-মিছিল বের করে জোনাকিরা |
শিরশিরে আদরের মাঝখানে,
থেমে গেছে গল্পের ক্লাস |
ঘামে ভেজা শরীর খুঁজতে গিয়েছে
রাত্পাখিদের ইস্কুল-বাস |
তবু ঝড়ের আলো আকাশে,
বেজে ওঠে ওই নীল মেঘ মাসে,
কৃষ্ণচূড়া …
চাঁদ ডুবে গেলে, ভয় পেলে, পাখি ডাকে|
একা বিছানাতে, ঘুমের ঠোট খোঁজে কাকে |
মায়া মায়া জোছনায় শঙ্খ লেগে,
মিলে মিশে ছিল দুটো ভুল |
নোনা জল শুকিয়েছে তোর গালে,
নিকোটিন চুষেছে আঙ্গুল |
ভেজা ফুটপাথে, কোনো রাতে, পরি নামে |
তার পালক জরিয়ে যায়, ফেলে যাওয়া চুইং গামে |
আসমানী পালকের রক্তের ছিটে,
বেঁচে গেছে চোর-বরাত |
অল্প-মাংস কিছু উপড়ে এসেছে,
পরি ব্যথায় কেঁদেছে সারা-রাত |
নীল মেঘ মাসে লিরিক্স:
Chayapath bhule gele, chokh mushe, khashe tara |
Jhilamila shok-michil ber kore jonakira |
Shirshire adorer majhkhaney,
Themey geche golper class |
Ghame bheja sharir khujte giyechhe
Ratpakhider iskool-bash |
Tobu jhorer alo akashey,
Beje uthe oi nil megh mashey,
Krishnochura…
Chand dubey gele, bhoy pele, paki dakhe |
Eka bichhanate, ghumer thot khoje kake |
Maya maya jochhonay shankh leghe,
Mile mishe chhilo duto bhul |
Nona jal shukiyeche tor gale,
Nikotin chusheche angul |
Bheja footpath-e, kono rate, pari name |
Tar palok jariye jay, fele jawar chuing game |
Asmanir palaker rakter chhite,
Beche geche chor-barat |
Alpo-mangshu kichhu upore esheche,
Pari byathaay kendeche sara-rat
1. কোন মুভিতে “নীল মেঘ মাসে” গানটি আছে?
‘নীল মেঘ’ গানটি ‘জানি দেখা হবে’ ছবির।
2.”নীল মেঘ মাসে” গানটির গায়ক কে?
‘নীল মেঘ মাসে’ গানটি গেয়েছেন অনুপম রায়।
3.”নীল মেঘ মাসে” গানটির মিউজিক করেছেন কে?
“নীল মেঘ মাসে” এর সঙ্গীত পরিচালনা করেছিলেন নীল দত্ত।
4. “নীল মেঘ মাসে” গানটির কথা লিখেছেন কে?
“নীল মেঘ মাসে” গানের কথা লিখেছেন আনসুমান চক্রবর্তী।
If you find any mistakes in the lyrics, please contact us so we can correct them. If you like this song, please comment on which part/line you like the most. Share these lyrics with your loved ones.