Song : Faka Frame Ar
Album : Dwitiyo Purush
Movie Name : Jaatishwar
Singer, Composer & Lyricist : Anupam Roy
Directed by : Srijit Mukherji
Music Label : T-Series Regional
Faka Frame Ar Okejo Hat Ghori Lyrics In Bengali:
ফাঁকা ফ্রেম আর অকেজো হাত ঘড়ি
নিয়ে এখন আমি কি করি,
এন্টেনায় আর অশ্বথের ডালে’
ঝুলে থাকি প্রত্যেক সকালে।
শহুরে সন্ধ্যায়, বন্দরে
রুমাল নেড়ে আমি জাহাজ তাড়াই,
অনেক রাতে স্টেশানে
প্লাটফর্ম গুলোতে ভিখিরি সাজাই।
দেড়’শ বছর আগেও আমি
তোমায় খুঁজে পথের ধারে
ক্লান্ত হয়ে শুয়ে ছিলাম
এভাবেই ঠিক অন্ধকারে,
এখন তুমি খুঁজতে এলে?
আজ দেড়’শ বছর আগেও আমি
তোমায় চেয়ে গান লিখেছি,
পুকুর ধারে জলের গন্ধে
বাংলাভাষায় চোখ ধুয়েছি
এখন তুমি খুজতে এলে ?
ম্যানহোল আর কলেজ স্ট্রীটের গলি
তোদের সাথে অন্য কথা বলি,
Miyazaki আর সত্যজিতে মাখা
Truffaut এর দিন আমার জন্য রাখা।
শহুরে সন্ধ্যায়, বন্দরে
রুমাল নেড়ে আমি জাহাজ তাড়ায়,
অনেক রাতে স্টেশানে
প্লাটফর্ম গুলোতে ভিখিরি সাজায়।
দেড়’শ বছর আগেও আমি
তোমায় খুঁজে পথের ধারে
ক্লান্ত হয়ে শুয়ে ছিলাম
এভাবেই ঠিক অন্ধকারে,
এখন তুমি খুঁজতে এলে ?
আজ দেড়’শ বছর আগেও আমি
তোমায় চেয়ে গান লিখেছি,
পুকুর ধারে জলের গন্ধে
বাংলাভাষায় চোখ ধুয়েছি
এখন তুমি খুজতে এলে ?
ফাঁকা ফ্রেম লিরিক্স – অনুপম রায় :
Faka frame ar okejo hat ghori
Niye ekhon ami ki kori,
Antenay ar ashwather dale’
Jhule thaki prottek sakale.
Shohure sondhay, bondore
Rumal nere ami jahaj taraai,
Onek rate steshane
Platform gulo-te bhikhiri sajai.
Dedosh bochor ageo ami
Tomay khujhe poth-er dhare
Klanto hoye shuye chhilam
Evebabei thik ondhokare,
Ekhon tumi khujte ele?
Aj dedosh bochor ageo ami
Tomay cheye gaan likhechi,
Pukur dhare joler gondhe
Bangla bashay chokh dhuye-chi
Ekhon tumi khujte ele?
Menahol ar College Street-er goli
Toder sathe onno kotha boli,
Miyazaki ar Satyajit’er makha
Truffaut er din amar jonno rakha.
Shohure sondhay, bondore
Rumal nere ami jahaj taraai,
Onek rate steshane
Platform gulo-te bhikhiri sajai.
Dedosh bochor ageo ami
Tomay khujhe poth-er dhare
Klanto hoye shuye chhilam
Evebabei thik ondhokare,
Ekhon tumi khujte ele?
Aj dedosh bochor ageo ami
Tomay cheye gaan likhechi,
Pukur dhare joler gondhe
Bangla bashay chokh dhuye-chi
Ekhon tumi khujte ele?
1.কোন অ্যালবাম এবং চলচ্চিত্রে “ফাকা ফ্রেম আর” গানটি রয়েছে?
“ফাঁকা ফ্রেম আর অকেজো হাত ঘড়ি” গানটি “দ্বিতীয় পুরুষ” এবং “জাতিশ্বর” চলচ্চিত্র উভয় অ্যালবামে প্রদর্শিত হয়েছে।
2. ফাঁকা ফ্রেম আর অকেজো হাত ঘড়ি গানটির গায়ক, সুরকার ও গীতিকার কে?
“ফাঁকা ফ্রেম আর অকেজো হাত ঘড়ি ” গানটি গেয়েছেন, সুর করেছেন এবং লিখেছেন অনুপম রায়।
3.”জাতিশ্বর” চলচ্চিত্রটি কে পরিচালনা করেন?
‘জাতিশ্বর’ ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি।
4. আপনি কি “দ্বিতীয় পুরুষ” অ্যালবাম এবং “জাতিশ্বর” চলচ্চিত্র সম্পর্কে আরও তথ্য দিতে পারেন?
“দ্বিতিয় পুরুষ” হল একটি বাংলা অ্যালবাম যাতে অনুপম রায়ের “ফাঁকা ফ্রেম আর অকেজো হাত ঘড়ি” গানটি রয়েছে। “জাতিশ্বর” হল সৃজিত মুখার্জি পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র, এতে অনুপম রায়ের “ফাঁকা ফ্রেম আর অকেজো হাত ঘড়ি” গানটিও রয়েছে।
If you find any mistakes in the lyrics, please contact us so we can correct them. If you like this song, please comment on which part/line you like the most. Share these lyrics with your loved ones.