Bol Golap More Bol Lyrics (বল গােলাপ মােরে বল্) – Bengali Lyrics.


Bol Golap More Bol Lyrics In Bengali:


নাম– বল, গােলাপ, মােরে বল্
রচনাকাল– ১২৮৮
কবির বয়স– ২০
রাগ – সুর– পিলু
তাল– খেমটা
স্বরলিপিকার– প্রতিভা দেবী; জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
        
বল গোলাপ মোরে বল স্বরলিপি:
বল, গােলাপ, মােরে বল্,
তুই ফুটিবি, সখী, কবে।
ফুল ফুটেছে চারি পাশ, চাদ হাসিছে সুধাহাস,
বায়ু ফেলিছে মৃদু শ্বাস, পাখি গাহিছে মধুরবে-
তুই ফুটিবি, সখী, কবে ৷
প্রাতে পড়েছে শিশিরকণা, সাঁঝে বহিছে দখিনা বায়,
কাছে ফুলবালা সারি সারি
দূরে পাতার আড়ালে সাঁঝের তারা মুখানি দেখিতে চায়।
বায়ু দূর হতে আসিয়াছে, যত ভ্রমর ফিরিছে কাছে,
চি কিশলয়গুলি রয়েছে নয়ন তুলি
তারা শুধাইছে মিলি সবে,
তুই ফুটিবি, সখী, কবে ৷
See also  Ay Tobe Sahachori (আয় তবে সহচরী) Bengali Song Lyrics.