Jeno Kichhu Mone Korona (যেন কিছু মনে কোরো না) By Akhil Bandhu Ghosh

Song: Jeno Kichhu Mone Korona
Artist: Akhil Bandhu Ghosh
Album: Abhimani Cheye Dekho

Jeno Kichhu Mone Korona Lyrics In Bengali:

যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কত কিই যে সয়ে যেতে হয়
ভালবাসা হলে-
যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
 কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে।
তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে।
কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে।
তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে।
চোখদুটি ভোরো না অভিমানী আঁখিজলে।
যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কত কিই যে সয়ে যেতে হয়
ভালবাসা হলে-
ফাগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে।
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে।
ফাগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে।
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে।
তাই বলি ব্যথা পেলে, ভেঙে তুমি পড়ো না গো।
স্বরলিপি নাই থাক গান ভুল কোরো না গো।
তাই বলি ব্যথা পেলে, ভেঙে তুমি পড়ো না গো।
স্বরলিপি নাই থাক গান ভুল কোরো না গো।
সব কথা, গঞ্জনা মানো শুধু খেলাছলে।
যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কত কিই যে সয়ে যেতে হয়
ভালবাসা হলে-
যেন কিছু মনে কোরো না লিরিক্স :
Jeno Kichu Mone koro na 
Jodi keu kichu bole 
koto ki je soye jete hoy 
Valobasha hole 
Jeno Kichu mone koro na 
keu jodi kichu bole
keu jodi dekhe fele ,aso tumi ei pothe 
tar korno kotha shune themo na go kono mote
See also  O Dayal Bichar Karo (ও দয়াল বিচার করো) By Akhil Bandhu Ghosh