Megh Balika (মেঘ বালিকা) – Romantic Bengali Melody from Kacher Manush Dure Thuiya

About Megh Balika Lyrics

About Megh Balika (From “Kacher Manush Dure Thuiya”) Song
Album/Movie Kacher Manush Dure Thuiya
Music Composer Emon Chowdhury
Singer Mahtim Shakib, Nandita
Lyricist Sadat Hossain
Release Date February 10, 2024
Duration 4:22
Language Bengali
Label © Chorki

 

 

Megh Balika Lyrics In Begali

তোর সাথে পথে, নেমেছি শপথে
তোরসাথে ছোঁব রোদ,
তোর সাথে গাওয়া, গুনগুন হাওয়া
জীবনের ঋণ শোধ।

তোর চোখ জলে, কি লেখা অতলে
ছায়া ছুঁয়ে ঠিক জানি,
ও মেঘের মেয়ে মেঘ বালিকা আঙুল ডগায় ছুঁই
যাস না মেয়ে আমায় ফেলে আমার থাকিস তুই।

হো রোদের দেশে আলোয় ভেসে যাচ্ছ ছেলে কই?
আমি কি আর ঘুম পাড়াবার বৃষ্টি তোমার নই?
বৃষ্টি তোমার নই?
আমার থাকিস তুই, আমার থাকিস তুই
আমার থাকিস তুই, আমার থাকিস তুই ..

তোর সাথে রোজ বিষাদ নিখোঁজ
তোর সাথে বেঁচে থাকা,
হো তোকে পেলে জানি, সব ফুলদানি
প্রজাপতি রঙ্গে আঁকা।

ফেলে আসা ধূলো, মিছে ভুলগুলো
ফুল পাখি হলে জানি।
হুম.. মেঘের মেয়ে মেঘ বালিকা আঙুল ডগায় ছুঁই
যাসনা মেয়ে আমায় ফেলে আমার থাকিস তুই।
ও ও.. মেঘের মেয়ে মেঘ বালিকা আঙুল ডগায় ছুঁই
যাস না মেয়ে আমায় ফেলে আমার থাকিস তুই।

হো রোদের দেশে আলোয় ভেসে যাচ্ছ ছেলে কই?
আমি কি আর ঘুম পাড়াবার বৃষ্টি তোমার নই?
বৃষ্টি তোমার নই? আমার থাকিস তুই।

Megh Balika Lyrics In English

Megh Balika – English Lyrics
Ayy Re Mon Tui Mithe Bahanay
Sob Fele Ayy Premer Thikanay
Dake Son Ajj Dokhina Haway

Mon Kon Sure Sudhu Je Haray
Ore Meghbalika
Chol Ure Jai Dur Simanay
Music….

See also  Kiss Me Close Your Eyes Lyrics - Cadbury Song

Tor Sure Ajj Sur Milabe
Swapner Raj Kuma
Toke Niye Bunbe Swapon
Kono Rupkothar

Pagol Pagol Payer Cholon
Ki Je Valo Lage
Abujh Mon Kiser Mayay
Tor Kachei Thake….

Dake Son Aj Dokhina Haway
Mon Kon Sure Sudhu Je Haray
Ore Meghbalika
Chol Ure Jai Dur Simanay