Sokhi Bhabona Kahare Bole Lyrics (সখী ভাবনা কাহারে বলে) – Bengali Lyrics.








নাম- সখী ভাবনা কাহারে বলে
রচনাকাল- ১২৮৭
কবির বয়স- ১৯
রাগ- সুর- বেহাগ-খাম্বাজ।
তাল- একতাল
স্বরলিপিকার- ইন্দিরা দেবী
                  
                 সখী ভাবনা কাহারে বলে
সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে ।
তােমরা যে বলাে দিবস-রজনী ‘ভালােবাসা ভালােবাসা’—
সখী, ভালােবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়।
সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুখের
শ্বাস ?
লােকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ ।
আমার চোখে তাে সকলই শােভন,
সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল— সকলই আমার মতাে।
তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে
চায়—
জানে বেদন, না জানে রােদন, না জানে সাধের যাতনা যত
ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলােকসাগরে আকাশের তারা তেয়াগে
কায়।
আমার মতন সুখী কে আছে। আয় সখী, আয় আমার কাছে
সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তােদের জুড়াবে প্রাণ।
প্রতিদিন যদি কঁদিবি কেবল একদিন নয় হাসিবি তােরা—
একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মােরা ||
See also  Tui Phele Esechis Kare Lyrics (তুই ফেলে এসেছিস কারে) Rabindra Sangeet